শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

প্রতিরক্ষার মতো সামাজিক যোগাযোগমাধ্যমও নিজেদেরকে নিয়ন্ত্রণে নিতে হবে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আমরা যেভাবে প্রতিরক্ষা শিল্প ও সামরিক বিষয়ে বিদেশীদের ওপর সম্পূর্ণ নির্ভর করতে পারি না, তেমনিভাবে যোগাযোগের বিষয়টি অন্যদের ওপর ছেড়ে দিতে পারি না। অন্য কৌশলগত বিষয়ের মতোই আমাদের সংবাদমাধ্যম ও যোগাযোগ সংক্রান্ত বিষয় নিজেদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে।

শুক্রবার (২২ অক্টোবর) ইস্তাম্বুলে তুরস্কের যোগাযোগ দফতরের আয়োজনে তুর্কি দেশগুলোর সহযোগিতা সংস্থা টার্কিক কাউন্সিলের মিডিয়া ফোরামের অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, শুক্রবার (২২ অক্টোবর) ইস্তাম্বুলে তুরস্কের যোগাযোগ দফতরের আয়োজনে তুর্কি দেশগুলোর সহযোগিতা সংস্থা টার্কিক কাউন্সিলের মিডিয়া ফোরামের অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। সারাবিশ্বের লাখ লাখ ‘প্রতিরক্ষাহীন’ মানুষ মিথ্যা ও ভিত্তিহীন খবরের কারণে বিষণ্ণ হয়ে পড়ছেন।

এই বিষয়ে তুরস্কের সংশ্লিষ্ট দেশগুলোকে উদ্যোগ গ্রহণ, অভিজ্ঞতার আদানপ্রদান ও সুযোগের কার্যকর ব্যবহারের জন্য আহ্বান জানান প্রেসিডেন্ট এরদোগান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ