ফিলিস্তিনের পশ্চিমতীর এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের বিভিন্ন জায়গা থেকে অন্তত ১৩ জন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
ইসরাইলের কারাগারে বহুসংখ্যক ফিলিস্তিনি বন্দি অনশন করছেন এবং তাদের মুক্তির দাবিতে মিছিল বের করলে ইসরাইলি সেনারা এই ১৩ ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। এরমধ্যে ক্যান্সার আক্রান্ত একজন রোগী রয়েছেন।
ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানায়, আটক ক্যান্সারের রোগী একজন শিক্ষক এবং তিনি রামাল্লাহ শহরের আল-বিরে এলাকায় বসবাস করতেন।
ইসরাইলি সেনারা রামাল্লাহর দক্ষিণে আল-আ’মারি শরণার্থী শিবির থেকেও এক ফিলিস্তিনিকে আটক করে।
ফিলিস্তিনের সালফিত প্রদেশের জাউইয়া শহরের দুটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শিশুকে পর্যন্ত আটক করে ইসরাইল। এছাড়া নাবলুস শহরের দক্ষিণে অবস্থিত বেইতা এলাকা থেকে আরও তিন ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি সেনারা।
আজ সোমবার পশ্চিমতীরের জেনিন শহর থেকে দুই ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায় ইসরাইলি সেনারা। এর মধ্যে একজন সাবেক কারাবন্দি রয়েছেন যাকে তারা শারীরিকভাবে নির্যাতন করেছে। বাকি তিন ফিলিস্তিনিকে আজ বায়তুল মুকাদ্দাস থেকে আটক করা হয়।
সূত্র: পার্সটুডে