ফিলিস্তিনের জেরুসালেমে অবস্থিত মুসলিমদের প্রথম ক্বিবলা আল আকসা বা বাইতুল মোকাদ্দাস মসজিদের পাশে অবস্থিত ইহুদীদের বিরুদ্ধে শহীদ হওয়া ফিলিস্তিনীদের কবর ভেঙে দিয়ে পার্ক তৈরি করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
আল জাজিরা ও জেরুসালেম পোস্ট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, অবৈধ বসতি স্থাপনের অংশ হিসেবে শহীদদের কবরস্থানের জায়গায় পার্ক তৈরির পরিকল্পনা করছে ইহুদিবাদী ইসরাইল। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সাধারণ ফিলিস্তিনীরা।
এক বিবৃতিতে ফিলিস্তিনি আলেমদের সংগঠন প্যালিস্টিনিয়ান মুসলিম স্কলারস অ্যাসোসিয়েশন বলছে, ইহুদি বর্ণবাদীরা মুসলিমদের আবেগের প্রতি সামান্যতম সম্মান দেখায়নি। তাদের বর্বরতার মাত্রা দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে।









