বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনিদের সমর্থনে গাজায় হামাসের মহড়া

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের প্রতি সমর্থন জানিয়ে মহড়া চালিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইযযুদ্দীন আল-কাসসাম ব্রিগেড। এতে নানা ধরণের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়।

জানা যায়, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আন-নাসিরাত শরণার্থী শিবিরে এই মহড়ার আয়োজন করা হয়। এই মহড়া থেকে মূলত ইসরাইলি কারাগারগুলোর অনশনরত বন্দীদের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করা হয়।

ইসরাইলি কারাগারে অন্যায়ভাবে ফিলিস্তিনিদের আটকে রাখা এবং তাদের সঙ্গে অমানবিক আচরণের প্রতিবাদে মাঝে মধ্যেই অনশন ধর্মঘট পালন করেন বন্দীরা।

হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেন, তারা বন্দীদের বিষয়ে কোনো ছাড় দেবেন না। বন্দীদের মুক্ত করা হবেই।

ইসরাইলের কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগার থেকে ছয় জন ফিলিস্তিনি বন্দী পালিয়ে যেতে সক্ষম হওয়ার পর কঠোরতা আরও বাড়িয়েছে দখলদারেরা। সম্প্রতি ইসরাইলি কারারক্ষীদের অমানবিক আচরণের প্রতিবাদে শতাধিক ফিলিস্তিনি বন্দী কারাগারগুলোতে অনশন-ধর্মঘট পালন করেছেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img