সোমবার | ৩ নভেম্বর | ২০২৫

তথ্য ও সত্য দুটাই পাচ্ছি ইনসাফ থেকে

ডক্টর তুহিন মালিক | আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ


জনগণের তথ্য জানার অধিকারের পাশাপাশি সত্য জানারও অধিকার রয়েছে। অথচ নানাবিধ কারনে গণমাধ্যম থেকে জণগনের এই অধিকার প্রাপ্তি বাঁধাগ্রস্থ হচ্ছে।

যখনই ইনসাফ কোন সংবাদ পরিবেশন করে, তখন সেই সংবাদের বস্তুনিষ্টতা নিয়ে আমার কোন সন্দেহ থাকে না। কারন আমি বিশ্বাস করি, কোনরকম রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে আলেমদের এই মিডিয়া কখনও মিথ্যা সংবাদ প্রচার করতে পারে না। তাই অল্প সময়ের মধ্যে ইনসাফ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে।

আমাদের সবার উচিত সত্য ও ন্যায়ভিত্তিক মিডিয়াকে সর্বাত্মক সহযোগিতা করা। প্রত্যাশা করছি, ইনসাফ কখনও সত্য পথ থেকে বিচ্যুত হবে না। আল্লাহ এই সৎকাজকে সহজ করে দিন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img