বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

এরদোগানকে ক্ষমতা থেকে সরাতে বললেন সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ক্রয় করায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বললেন আমেরিকার সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

তিনি বলেন, রাশিয়া থেকে তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনা নিয়ে দুই দেশের মধ্যে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে এরদোগানকে সরিয়ে দেওয়া। আগামী নির্বাচনে এরদোগানকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে পারলেই এই সংকটের সমাধান সম্ভব।

দ্য হিলে প্রকাশিত এক নিবন্ধে এরদোগানের বিরুদ্ধে ষড়ষন্ত্রের তার এ পরিকল্পনার বিষয়টি ফুটে উঠেছে।

ওই নিবন্ধে আমেরিকার সাবেক এ নিরাপত্তা উপদেষ্টা বলেন, তুরস্ক মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে পারে। তবে শর্ত হচ্ছে আগামী নির্বাচনে এরদোগানকে পরাজিত করতে হবে।

এদিকে তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ কেনায় গত বছর দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। একই কারণে এখন পর্যন্ত ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি আমেরিকা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img