শুক্রবার, মে ১৬, ২০২৫

করোনাভাইরাসে আক্রান্ত এরদোগানের ঘনিষ্ঠ ২ সহযোগী

spot_imgspot_img

তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা রজব তাইয়েব এরদোগানের দুই ঘনিষ্ট সহযোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন, এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু।

করোনা পজিটিভ হলেও তাদের দুজনের তেমন কোনো লক্ষণ নেই বলে তারা জানিয়েছেন। চিসিৎসাও প্রায় শেষ পর্যায়ে। খবর আল জাজিরার।

শনিবার (৩১ অক্টোবর) এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন সংবাদমাধ্যমকে বলেন, তার হালকা কোভিড-১৯ উপসর্গ রয়েছে এবং চিকিত্সাও শেষের দিকে। তবে তিনি কত দিন ধরে অসুস্থ তা উল্লেখ করেননি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু জানান, সোমবার অসুস্থ বোধ করার পর তিনি, তার স্ত্রী এবং কন্যার করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আলজাজিরার খবরে বলা হয়, করোনায় আক্রান্ত এ দুই কর্মকর্তা প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে নিয়মিতই যোগযোগ করে থাকেন। শনিবার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা ইজমির পরিদর্শনেও গিয়েছিলেন তারা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img