গাজ্জায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী ৩ জিম্মির বিনিময়ে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইহুদিবাদী সন্ত্রাসীদে অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শুক্রবার (৩১ জানুয়ারি) ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, আগামীকাল শনিবার তিন ইসরাইলি বন্দীকে মুক্তি দেবে হামাস। তারা হলেন, অফার কালদেরন, কিথ সিগেল এবং ইয়ার্ডেন বিবাস।
প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, আগামীকাল ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল। তাদের মধ্যে নয়জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ৮১ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বন্দী রয়েছেন।
সূত্র : আল জাজিরা









