শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

সিরিয়ার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশ্বাস কাতার আমীরের

যুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিরিয়া সফরে যান কাতারের আমীর। সেখানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শা’রার সাথে বৈঠকে আলাপকালে তিনি আশ্বাস দেন।

বৈঠকে কাতারের আমীর সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।

কাতারের আমির বলেন, রাষ্ট্র পুনর্গঠন, পুনঃনির্মাণ সিরিয়ায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ঘোষণার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই ঘোষণা কাতারের জন্যও খুশির খবর। সিরিয়ার মানুষকে সমর্থন ও সহযোগিতায় সবসময় পাশে থাকবে কাতার।

কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া পুনর্গঠনে বিশেষ করে জ্বালানি, পরিবহন এবং আবাসন খাতে দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়। এরই মধ্যে ১৩ বছর পর নতুন নেতৃত্বকে সমর্থন জানিয়ে দামেস্কে পুনরায় দূতাবাস খুলেছে কাতার।

কাতারের আমিরের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই সফর সিরিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রে কাতারের ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img