তুরষ্কের ইস্তাম্বুলে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের দূতাবাস তালেবান প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আফগান কূটনীতিকরা আনুষ্ঠানিকভাবে ইস্তাম্বুলে আফগানিস্তান দূতাবাসে তাদের কাজ শুরু করেছেন।
একজন সাবেক কূটনীতিক আজিজ মারিজ বলেন, “আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের কাছে ইরান ও তুরস্কের দূতাবাস স্থানান্তর করার আরেকটি অর্থ হল ইসলামী ইমারাতের অঘোষিত স্বীকৃতি প্রদান করা।”
উল্লেখ্য, গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) তেহরানে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের দূতাবাস আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মুহাম্মাদ আফজাল হাক্কানীকে তেহরানে মনোনীত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র: টোলো নিউজ











