উত্তর-পশ্চিম সিরিয়ায় ভূমিকম্পের পর ব্যাপকভাবে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে যা এই অঞ্চলের মানবিক সংকটকে আরো ভয়াবহ করে তুলেছে।
গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস এ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, “উত্তর-পশ্চিম সিরিয়ার কলেরার ব্যাপক হুমকি রয়েছে। কলেরা মোকাবেলা করার জন্য এই অঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ পানি সরবরাহ অত্যন্ত জরুরী।”
তিনি আরো বলেন, সিরিয়ার শত শত ভবন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এগুলি যেকোনো সময় ধ্বসে পড়তে পারে। এছাড়াও আলেপ্পো শহরের হাজার হাজার ভবন ভেঙে ফেলার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছে। এছাড়াও খাদ্য ও গৃহস্থালি খরচের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পেয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর