শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

সারাদেশে আলেম-ওলামাদের ওপর হয়রানি বন্ধ করতে হবে: চরমোনাই পীর

সারাদেশে নিরীহ নিরাপরাধ আলেম ওলামাদের ওপর থেকে যেকোন ধরণের হয়রানি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

চরমোনাই পীর বলেন, গত ২৬ মার্চ থেকে গত তিনদিনে সারাদেশে যে নাশকতা হয়েছে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব। দোষী সাব্যস্ত হওয়ার আগে সারাদেশে আলেম-ওলামা, মাদরাসার ছাত্র, শিক্ষকসহ মুসল্লিদের যেকোন ধরণের হয়রানি বন্ধ করতে হবে। মিথ্যা মামলা, হামলা করা থেকে বিরত থাকতে হবে।

মুফতী রেজাউল করীম বলেন, হাটহাজারী, বাহ্মণবাড়ীয়াসহ সারাদেশে পুলিশ-বিজিবিসহ দুস্কৃতিকারীদের গুলিতে নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে। পাশাপাশি মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করে স্বাভাবিকভাবে কাজকর্ম করার পরিবেশ তৈরি করে দিতে হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img