ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে জরুরি ত্রাণ ও ওষুধের দ্বিতীয় চালান পাঠিয়েছে বাংলাদেশ। এই মানবিক সহায়তা পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশে।
ত্রাণবাহী বিমানগুলো মঙ্গলবার (১ এপ্রিল) সকালে ঢাকা থেকে মিয়ানমারের উদ্দেশে রওনা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হয়।
এই মিশনে অংশ নেয় তিনটি পরিবহন বিমান, যার মাধ্যমে পাঠানো হয়েছে আট টন শুকনো খাবার, আড়াই টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যবিধি পণ্য এবং দেড় টন ত্রাণ তাঁবু।
সঙ্গে পাঠানো হয়েছে ৫৫ সদস্যের একটি উদ্ধার ও চিকিৎসক দল এবং ৩৭ জন ক্রু সদস্য। এই দলটিতে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর উদ্ধার ও চিকিৎসা বিশেষজ্ঞ সদস্যরা।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, “প্রধান উপদেষ্টার নির্দেশে এই জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানো হয়েছে। এতে উদ্ধার ও চিকিৎসা দল রয়েছে যারা স্থানীয়দের সহায়তায় কাজ করবেন।”
এর আগেও রোববার (৩০ মার্চ) প্রথম দফার ত্রাণ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মিয়ানমারে ওষুধ, শুকনো খাবার, তাঁবু এবং চিকিৎসা দল পাঠানো হয়। এই দুটি মিশনই বাংলাদেশ সরকারের মানবিক সহানুভূতির বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।