বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কের গোয়েন্দা অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত হয়েছে; জানালেন এরদোগান

তুরস্কের গোয়েন্দা অভিযানে নিহত হলেন আইএসের শীর্ষ নেতা আবুল হুসাইন কুরাইশী।

রবিবার (৩০ এপ্রিল) রাতে তুরস্কের জাতীয় টেলিভিশনে এবিষয়ে দেশটির প্রেসিডেন্ট এরদোগানের একটি ভিডিও ক্লিপ প্রচারিত হয়।

ভিডিও ক্লিপে এরদোগান বলেন, সিরিয়ায় আমাদের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের এক বিশেষ অভিযানে আইএসের শীর্ষ নেতা আবুল হুসাইন কুরাইশী নিহত হয়েছেন।

গত বছর সিরিয়া অংশে আইএসের প্রধান নিযুক্ত হওয়া এই নেতাকে বেশ লম্বা সময় ধরে নিজেদের নজরদারিতে রেখেছিলো আমাদের গোয়েন্দারা।

অভিযানের সময় কুরাইশী উত্তর-পশ্চিম সিরিয়ার আফরিন অঞ্চলের জিন্দিরেসে অবস্থান করছিলো। তাই চূড়ান্ত অভিযান পরিচালনার আগে এলাকাটিকে কয়েক স্তরে ঘিরে ফেলা হয়েছিলো।

জানা যায়, গত বছর এক অভিযানে তৎকালীন সিরিয়া অংশের আইএস প্রধান আবুল হাসান আল হাশেমী আল কুরাইশী নিহত হলে দলটির ৪র্থ তম প্রধান হিসেবে আবুল হুসাইন কুরাইশীকে তার স্থলাভিষিক্ত করা হয়েছিলো।

সূত্র: আল জাজিরা মুবাশির

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ