বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় ভারতে ১১ জনের মৃত্যু ঘটেছে। রবিবার (৩০ এপ্রিল) একটি কারখানার গ্যাস লাইন লিক হয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে লুধিয়ানার গিয়াসপুরা এলাকায়।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফের তথ্যমতে, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু ঘটেছে এবং আরো ১১ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া তারা পুরো গিয়সাপুরা এলাকাটি সিল করে দিয়েছেন। সেখান থেকে লোকজনকে দ্রুত অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
এই ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অত্যন্ত দু:খ প্রকাশ করেছেন এবং রাজ্যের সরকার সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত আছে বলে জানান তিনি।
অপরদিকে লুধিয়ানার ডেপুটি কমিশনার সুরভী মালিক জানান, গ্যাসের বিষাক্ততার কারণেই ১১জনের মৃত্যু হয়েছে। সম্ভবত ম্যানহোলে জমে থাকা মিথেন গ্যাসের সাথে রাসায়নিক বিক্রিয়ার ফলে লিকেজ হওয়া বিষাক্ত হয়ে পড়েছে।
তবে এনডিআরএফের বিশেষজ্ঞগণ বিষক্রিয়ার আসল কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করছে অচিরেই আমরা আসল কারণ সম্পর্কে জানতে পারবো। এছাড়া লিকেজের ঘটনাটিও তদন্ত করে দেখা হবে।
সূত্র: আল জাজিরা











