সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

সিলেটে আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দুজনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার বিকেলে ও রাতে ওই দুজনের মৃত্যু হয়। তাঁদের একজনের বয়স ৭৮ বছর ও অপরজনের বয়স ৫৫ বছর।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সুশান্ত কুমার মহাপাত্র বলেন, মৃত দুজনের নমুনা পরীক্ষা হলেই নিশ্চিত হওয়া যাবে তাঁরা কোভিড–১৯–এ আক্রান্ত ছিলেন কি না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া দুজন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের হালকা জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এর মধ্যে একজনের হৃদরোগও ছিল। অপরজনের বার্ধক‌্যজনিত সমস‌্যা ছিল।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img