আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের লন্ডন সিটি সভাপতি বৃটেনস্থ বাংলাদেশী কমিউনিটির পরিচিত আলেমেদ্বীন মাওলানা মোস্তফা আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
আজ মঙ্গলবার (১ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন, মাওলানা মোস্তফা আহমদ ছিলেন ব্রিটেনসহ পুরো ইউরোপের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন। তার ইন্তেকালে উম্মাহ বিশেষ করে ইউরোপের মুসলমানরা একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীনকে হারালো। তার শূন্যতা পূরণ হবার নয়। তিনি অত্যন্ত দ্বীন দরদী আলেম ছিলেন। খতমে নবুওয়তের জন্য আমরন কাজ করে গেছেন। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ পাক মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন সেই দোয়া করছি।
উল্লেখ্য, মাওলানা মোস্তফা আহমদ গতকাল সোমবার (৩১মে) বিকেলে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।