শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

রাষ্ট্রীয় সফরে কুয়েত গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট জুলানী

রাষ্ট্রীয় সফরে কুয়েত গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শার’আ জুলানী।

রবিবার (১ জুন) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, রাষ্ট্রীয় সফরে কুয়েত গিয়ে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শার’আ জুলানী। সফরে দেশটির আমীর মিশাল আহমাদ আল-জাবের আল-সাবাহর সাথে তার সাক্ষাত ও বৈঠকের কথা রয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়, সিরিয়া ও কুয়েতের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সমন্বয় জোরদার করা এই সফরের প্রধান উদ্দেশ্য। দেশটির আমীর ও মন্ত্রীদের সাথে রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করবেন তিনি।

সংবাদমাধ্যমের তথ্যমতে, গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি আহমদ শার’আ জুলানীর ৭ম আরব দেশ সফর।

সিরিয়ার সুন্নি মুসলিমদের রক্ত খেকো বাশার সরকার ও ইরানের আধিপত্যবাদের পতন ঘটাতে নেতৃত্ব দেওয়া এই ব্যক্তিত্ব সিরিয়া পুনর্ঘটনে বর্তমানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমেরিকাও গত মাসে সন্ত্রাসী তালিকা থেকে তাকে সরিয়ে নেওয়ার মাধ্যমে তার ও সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এরজন্য দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে কৃতিত্ব দেন। আশ্বাস দেন সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকেও বাদ দেওয়ার।

ফলে গত ২৯ মে এক যুগেরও বেশি সময় পর দামেশকের দূতাবাসে পুনরায় উত্তোলিত হয় আমেরিকার পতাকা। এর পূর্বে ২৩ মে নিয়োগ দেওয়া হয় নতুন রাষ্ট্রদূত থমাস ব্যারাককে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ