বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

আজারবাইজানে পুনরায় পাসপোর্ট ইস্যু করা শুরু করেছে আফগান দূতাবাস

আজারবাইজানে পুনরায় পাসপোর্ট ইস্যু করা শুরু করেছে ইমারাতে ইসলামিয়া সরকারের নেতৃত্বাধীন আফগান দূতাবাস।

মঙ্গলবার (১ জুলাই) আফগান সংবাদমাধ্যম আরটিএর এক প্রতিবেদনে একথা জানানো হয়।

এক্স একাউন্টে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, আজারবাইজানে অবস্থিত আফগান দূতাবাস পুনরায় আফগান নাগরিকদের জন্য পাসপোর্ট ইস্যু করা শুরু করেছে। ২০২১ সালে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসলে, এক পর্যায়ে দূতাবাসটির পাসপোর্ট কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছিলো।

ইমারাত ইসলামিয়ার সরকার দেশটির স্বীকৃত সরকার না হওয়ায় জটিলতা দেখা দিয়েছিলো বলে জানা যায়। যার ফলে গত ৪ বছর যাবত আজারবাইজানস্থ আফগান দূতাবাসের পাসপোর্ট কার্যক্রম বন্ধ ছিলো।

ইমারাত সরকারের নেতৃত্বাধীন বর্তমান দূতাবাস কর্তৃপক্ষ এবিষয়ে সোমবার এক এক্স বার্তায় জানায়, আজারবাইজানে তারা পুনরায় পাসপোর্টের জন্য আবেদন গ্রহণ শুরু করেছেন।

এছাড়াও জানানো হয়, তালেবান নেতৃত্বাধীন ইমারাত সরকারের সাথে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের স্বাভাবিক সম্পর্ক ও ইমারাত সরকারের অব্যাহত প্রচেষ্টা আজারবাইজান সরকারকেও স্বাভাবিক সম্পর্ক স্থাপনে অনুপ্রাণিত করেছে। যার ফলে দেশটিতে তালেবান নেতৃত্বাধীন সরকারের অধীনেই পাসপোর্ট বিতরণ সহ যাবতীয় কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img