ইসিও বা অর্থনৈতিক সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজারবাইজান গিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী (অর্থ) মোল্লা আব্দুল গণী বারাদার।
মঙ্গলবার (১ জুলাই) দেশটির উপ-প্রধানমন্ত্রীর (অর্থ) কার্যালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইমারাতে ইসলামিয়া সরকারের উপ-প্রধানমন্ত্রীর (অর্থ) নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ আজারবাইজান সফরে গেছেন, যেখানে তারা ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিতব্য ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ইসিও) ১৭তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।
এতে আরো বলা হয়, প্রতিনিধি দলটি আজারবাইজানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা ইসিওর শীর্ষ সম্মেলনটি এর আওতাভুক্ত দেশগুলোর নেতাদের একত্র করে থাকে। এটি মধ্য ও দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ককেশাস অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতাকে উৎসাহিত করে।
এছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অনুসারে মোল্লা আব্দুল গণী বারাদার এখনো জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। তবে গত ফেব্রুয়ারিতে তাকে উজবেকিস্তান সফরের জন্য ভ্রমণে ছাড় দেওয়া হয়েছিলো। মঙ্গলবার পর্যন্ত জাতিসংঘের নিষেধাজ্ঞা কমিটির ওয়েবসাইটে আজারবাইজান সফরের জন্য এমন কোনো ছাড় দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কিত কোনো তথ্য এখনো প্রকাশ পায়নি।
সূত্র: আমু টিভি