শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলা চালানোর সময় ইসরাইলি কমান্ডার নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলা চালানোর সময় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এলকানা নাভন (২০) নামে এক কমান্ডার নিহত হয়েছে।

শনিবার (৩১ আগষ্ট) এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি বাহিনী জানায়, ওই কমান্ডার দিনের শুরুতে জেনিন শহরে সংঘাতের মধ্যে পড়ে যায়। নিহত সেনাকে স্কোয়াড কমান্ডার হিসেবে চিহ্নিত করেছে ইসরাইল। এই সংঘর্ষের সময় আরেক সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে।

জেনিন শহরের শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি সেনারা আক্রমণ করলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষ শুরু হয়। শনিবার টানা চতুর্থ দিন দখলদার সেনাদের সাথে পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ হলো। এ সময় ইসরাইলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকা, বিশেষ করে এর উত্তর অংশে তীব্র বিমান হামলা এবং স্থল আক্রমণ চালিয়েছে।

পশ্চিম তীরে গত কয়েকদিনের ইসরাইলি বর্বরতায় অন্তত ২২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তবে হামাস ও জিহাদ আন্দোলন বলেছে, ইসরাইলিদের এই আগ্রাসন পুরো ফিলিস্তিনি জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং দখলদারদের বিরুদ্ধে তাদের লড়াইকে জোরদার করবে।

সূত্র- পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ