সেনাবাহিনী কার নির্দেশে গণঅভ্যুত্থানের নেতার ওপর বর্বরতা চালিয়েছে- এ ব্যপারে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তিকে অবদমন করার জন্য হামলা করা হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের বিচার চেয়ে বর্বর হামলা হয়েছে। এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সংগঠিত হয়েছে, এটা উদ্বেগের।
রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে চীন সফর শেষে দেশে ফিরে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান তিনি। সেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এসব কথা বলেন।
সারজিস বলেন, নুরুল হক নুরের ওপর রক্তাক্ত হামলা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের রক্তাক্ত করার ঘটনা ইতিহাসে নজির বিহীন, এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। ফ্যাসিস্টদের পক্ষের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আবারও রাজপথে নেমে আসবে জনগণ।
তিনি বলেন, সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে বাঁচাতে গিয়ে গণঅভ্যুত্থানের নেতার ওপর হামলা চালাচ্ছে। আশাকরি সেনাবাহিনীর দুঃখ প্রকাশ করবে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি নব্বইয়ের পরাজিত শক্তি, এরশাদকে যেভাবে পুনর্বাসন করা হয়েছিল, চব্বিশের গণঅভ্যুত্থানের পর তা প্রশ্রয় দেয়া হবে না। আওয়ামী দোসরদের বিতাড়িত করা হবে।
সারজিস বলেন, সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান, ঐক্যবদ্ধ থাকুন, পরাজিত শক্তির দোসরদের প্রশ্রয় দেয়া হবে না।