শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

সংস্কারে সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি: ফখরুল

সংস্কার প্রক্রিয়ায় বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।

তিনি বলেন, ‘বিএনপি ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তুতি নিয়েছে। জনগণের সমর্থন পেলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে, রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে নৈতিক পরিবর্তনও ঘটবে এবং দেশ এগিয়ে যাবে।’

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বার বার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়বে বিএনপি।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করাই এখন চ্যালেঞ্জ। সংস্কারে সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img