শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় জমিয়তের শোক

সম্প্রতি আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অগণিত মানুষের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ শোক জানান।

জমিয়ত নেতারা আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এই দুর্যোগে শহীদদের জন্য জান্নাত, আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

নেতারা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে এই দুর্যোগময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়ানোর এবং যথাসম্ভব ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img