পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসাকে ‘সম্মান’ বলে মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আমেরিকার সামরিক নেতাদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, পাকিস্তানি ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের সঙ্গে তাদের সাম্প্রতিক সংঘাত বন্ধে তার ভূমিকার প্রশংসা করেছেন, যা শেষ পর্যন্ত লাখ লাখ জীবন বাঁচিয়েছিল।
বুধবার (১ অক্টোবর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প বলেন, মুনির বলেছিলেন যদি সংঘাত বাড়ত, তাহলে পরিস্থিতি আরও খারাপ হত।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ফিল্ড মার্শাল মুনিরের মন্তব্য তার উপর ইতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি বলেন, ‘আমি সত্যিই তার মন্তব্য পছন্দ করেছি।’










