গত মাসে কাতারের রাজধানী দোহায় ইসরাইলের বোমা হামলার পর কাতারের ওপর ফের আক্রমণ হলে ‘প্রতিশোধমূলক পাল্টা সামরিক পদক্ষেপ’ নেওয়ার বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই আদেশে কারাতের ওপর আক্রমণকে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে।
আজ বুধবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের সই করা নির্বাহী আদেশে বলা হয়েছে, ইতিহাসের স্বীকৃতিস্বরূপ এবং বিদেশি আগ্রাসনের মাধ্যমে কাতারের প্রতি অব্যাহত হুমকির আলোকে বহিরাগত আক্রমণের বিরুদ্ধে কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা আমেরিকার নীতি।
এতে বলা হয়, কাতার রাষ্ট্রের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যে কোনো সশস্ত্র আক্রমণকে আমেরিকার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে আমেরিকা। এই ধরনের আক্রমণের ক্ষেত্রে আমেরিকা এবং কাতারের স্বার্থ রক্ষা ও শান্তি-স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিকসহ সকল আইনগত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদেশে উল্লেখ করে হয়, যুদ্ধমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের সমন্বয়ে কাতারের সঙ্গে যৌথ তাৎক্ষণিক পরিকল্পনা বজায় রাখা হবে, যাতে কাতারের বিরুদ্ধে যে কোনো বিদেশি আগ্রাসনের দ্রুত এবং সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করা যায়।
এতে আরও বলা হয়, সকল নির্বাহী বিভাগ এবং সংস্থা এই আদেশ বাস্তবায়নের জন্য আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।










