সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

শস্য চুক্তি নিয়ে পুনরায় আলোচনা হবে বলে আশা প্রকাশ করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

শস্য চুক্তি থেকে রাশিয়া নিজেদের সরিয়ে নেওয়ার পর পুনরায় এই বিষয়টি নিয়ে জাতিসংঘ, ইউক্রেন, রাশিয়ার ও তুরস্কের মধ্যে আলোচনা হবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

তিনি বলেন, প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান‌ অতি শিঘ্রই ফোনে রাশিয়া এবং ইউক্রেনের সাথে শস্য চুক্তি নিয়ে আলোচনা করবেন।

মঙ্গলবার (১ নভেম্বর) সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মেভলুত বলেন, আমাদের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি শস্য চুক্তি চলমান সমস্যাগুলো অতি দ্রুত সমাধান হবে।

রাশিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, শস্যের চালান অব্যহত রাখার ক্ষেত্রে সকল বাধা সরিয়ে ফেলা উচিত। সেক্ষেত্রে রাশিয়ার অংশগ্রহণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img