বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

শুরু হয়েছে আল-আমিন সংস্থার ৩দিনব্যাপী তাফসীর মাহফিল

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আজ (১ নভেম্বর) বুধবার দুপুর ২টা থেকে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে শুরু হয়েছে।

বৃহৎ এ তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মুফতী খলীল আহমদ কাসেমী ও সিলেটের মুফতী রশিদুর রহমান ফারুক (বরুনার পীর)।

প্রধান মুফাসিসর হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা জুনাইদ আল-হাবীব ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা মাহফুজুল হক, ড. আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী ও মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী।

গতকাল সংস্থাটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ জানান, দেশের চলমান অবরোধ কিংবা প্রতিকূল পরিস্থিতিতেও মাহফিল চলবে ইনশাআল্লাহ! তবে পরীক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিদের পরিস্থিতি বিবেচনায় মাহফিলের শব্দ নিয়ন্ত্রণ তথা মাইকের ব্যবহার সীমিত করা হবে। আমাদের ঐতিহাসিক তাফসীর মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের দোয়া কামনা করছি!

spot_img
spot_img

এই বিভাগের

spot_img