মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া; রাষ্ট্রদূত প্রত্যাহার করলো চিলি ও কলম্বিয়া

ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। এছাড়াও ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ও চিলি এবং কলম্বিয়া। গাজায় বেসামরিক মানুষ হত্যার কঠোর নিন্দা ও প্রতিবাদ এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পরামর্শের জন্য দুই দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়।

এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বলিভিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি ইসরায়েলের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, ইসরাইল গাজায় আক্রমণাত্মক ও অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছে। গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করছে ইসরাইল। এটা গ্রহণযোগ্য হতে পারে না।

মূলত গাজার মানুষের ওপর ইসরাইলের এ বর্বরোচিত আচরণের প্রতিবাদ হিসেবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে বলিভিয়া এ উদ্যোগ নিয়েছে। ২০১৯ সালে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। এর আগেও বলিভিয়া গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।

একইসঙ্গে বলিভিয়া সরকার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে গাজাবাসীর জন্য সহায়তা পাঠানোরও ঘোষণা দিয়েছে দেশটি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ