সুদানের এল ফাশার শহরে নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত নিষ্ঠুরতার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সে সঙ্গে সুদানের পরিস্থিতি বিশ্বের সামনে ধরতে মিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মিডিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, সুদানের কষ্টকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিন।
শুক্রবার (৩১ অক্টোবর) তুরস্কের রাজধানী ইস্তাবুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে তিনি এসব কথা বলেন।
এরদোগান বলেন, “নিরপরাধ নাগরিকদের হত্যাযজ্ঞ গ্রহণযোগ্য নয়, নীরব থেকেও চলবে না।”
তিনি বলেন, “এল ফাশার এবং এর আশেপাশে হামলা বন্ধ করতে হবে এবং নিরপরাধ নাগরিকদের হত্যাযজ্ঞ অবিলম্বে থামাতে হবে।”
তিনি আরও বলেন, তুরস্ক সুদানকে আন্তরিক ও খোলাখুলি সহায়তা দিতে প্রস্তুত।
সূত্র: আনাদোলু









