পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সময় দুই দেশের সম্পর্কের প্রসঙ্গ টেনে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইমরান খানের আমলে সম্পর্ক ভালো ছিল, বিশেষ করে বাণিজ্য, টিটিপি নিয়ন্ত্রণের প্রচেষ্টা এবং অন্যান্য ক্ষেত্রে সবকিছু সুষ্ঠুভাবে চলছিল।
খাইবার নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুজাহিদ বলেন, “পাকিস্তানের বেসামরিক সরকার ও সেনাবাহিনী আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক বিষয়ে ভিন্নমত পোষণ করে। বেসামরিক সরকার সম্পর্ক উন্নত করতে চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেনাবাহিনী তা চায় না।”
তিনি বলেন, “পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা ও হামলার জন্য আফগানিস্তান কোনোভাবেই দায়ী নয়। এই কারণে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট করা অত্যন্ত দুঃখজনক।”
ডুরান্ড লাইনের ক্রসিং বন্ধ করে দেওয়ার ফলে দুই দেশের ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ধরনের বিষয়গুলো রাজনীতি থেকে আলাদা রাখা উচিত।’
মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আমরা পাকিস্তান সরকারের সঙ্গে বারবার বাণিজ্যিক সম্পর্ক ও সীমান্তপথ খোলার বিষয়ে আলোচনা করেছি। আমরা কখনো এসব বিষয়কে রাজনীতির সঙ্গে যুক্ত করতে চাইনি। কিন্তু তারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি; বরং ছোটখাটো ঘটনার অজুহাতে সীমান্ত বন্ধ করে সমস্যা তৈরি করেছে।”
সূত্র: টোলো নিউজ









