শুক্রবার, মে ৯, ২০২৫

চূড়ান্ত ট্রায়ালে ভ্যাকসিন শতভাগ সফল, দাবি মডার্নার

spot_imgspot_img

আমেরিকান টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার দাবি, চূড়ান্ত ট্রায়ালে বেশি ঝুঁকিপূর্ণ রোগীর ওপর এ টিকা ১০০ শতাংশ কাজ করেছে।

জরুরি ভিত্তিতে এ টিকার অনুমোদন দেয়ার জন্য মার্কিন ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে সোমবার আবেদন করেছে মডার্না।

তাদের গবেষণার সম্পূর্ণ ফল হাতে আসার পর দেখা গেছে, করোনার বিরুদ্ধে ওই টিকা ৯৪.১ শতাংশ কার্যকর। অত্যধিক ঝুঁকিপূর্ণ রোগীর ওপর এ টিকা ১০০ শতাংশ কাজ করে বলে দাবি করেছে ওই প্রতিষ্ঠান। খবর আলজাজিরার।

এর আগে আরেক মার্কিন টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার দাবি করেছে, তাদের টিকা ৯৫ শতাংশ সফল। জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক ফাইজারের সঙ্গে যৌথভাবে ওই করোনা টিকার গবেষণায় কাজ করছে।

ফাইজারের পর মডার্নাও তাদের তৈরি টিকাকে ছাড়পত্র দেয়ার জন্য আবেদন জানাল আমেরিকা ও ইউরোপের সংস্থার কাছে।

মডার্না এক বিবৃতি বলছে, তারা আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে মডার্না এ টিকাকে আপৎকালীন ভিত্তিতে ছাড়পত্র দেয়ার জন্য আবেদন করেছে। সেই সঙ্গে ইউরোপীয় মেডিসিনস এজেন্সির কাছেও এই টিকাকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধতা দেয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে।

মডার্না আশা করছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) আগামী ১৭ ডিসেম্বরের বৈঠকেই অনুমোদন পেয়ে যাবে তাদের টিকা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img