শুক্রবার, জুন ১৩, ২০২৫

আজ থেকে শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

spot_imgspot_img

দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। মাথা উঁচু করে দাঁড়ায় সবুজে ঘেরা ছোট্ট এক ভূখণ্ড। নাম তার বাংলাদেশ। তাই এদেশের মানুষের জাতীয় জীবনে ডিসেম্বর “বিজয়ের মাস” হিসেবে পরিচিত। আজ সেই বিজয়ের মাসের পহেলা দিন।

বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতাসংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জিত হয় নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে রক্তবর্ণখচিত নিজস্ব জাতীয় পতাকা।

মহান এ বিজয়ের মাস উদ্‌যাপনে জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সংগঠন বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দেশব্যাপী মুক্তিযোদ্ধা দিবস পালন করছে।

এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে সকাল ৯টায় মিরপুর বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তনে’ পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img