ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার অভিযোগে আল্লাহর নামে কটূক্তিকারী বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলা করেছেন এক চিকিৎসক।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ মামলা করা হয়।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে রমনা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী সোলাইমান তুষার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় আবুল সরকার একমাত্র আসামি। বাদী হিসেবে মামলা করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান।









