বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

সিলেটে নেপালি নাগরিক আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী

সিলেটের জালালাবাদ সেনানিবাসের সেনা সদস্যরা এক ব্যক্তিকে আটকের পর পুলিশে দিয়েছেন।

আটক ব্যক্তি নেপালের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১ জানুয়ারি) আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহানগর পুলিশ।

জানা গেছে, গত বৃহস্পতিবার সিলেটের ক্যান্টনমেন্ট এলাকায় ‘রহস্যজনকভাবে’ ঘোরাঘুরির সময় সূর্যে তামাং (৪৫) নামে ওই ব্যক্তিকে সেনাবাহিনী আটক করে। পরে ওইদিন রাত ৮টার দিকে তাকে মহানগর পুলিশের শাহপরান (র.) থানায় হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানায়, সে নেপালের জাভা জেলার সোমবাড়ি থানার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক মনে হয়। সে হিন্দি-নেপালি মিশ্র ভাষা অল্প জানে এবং নিজের নাম অস্পষ্টভাবে নেপালি ভাষায় লিখতে পারে। তার কাছে কোনো বৈধ পাসপোর্ট-ভিসা বা কোনো কাগজপত্র পাওয়া যায়নি। সীমান্তের কোন পথ দিয়ে, কার মাধ্যমে, কী কারণে সে বাংলাদেশে প্রবেশ করেছে তা জানতে পুলিশ তদন্ত করছে।

এ ঘটনায় শাহপরান থানায় বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, ‘সেনাবাহিনী ওই ব্যক্তিকে আটক করে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমাদের কাছে হস্তান্তর করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

নেপালের সঙ্গে বাংলাদেশের সীমানা নেই, তারপরেও ওই ব্যক্তি কীভাবে বাংলাদেশে প্রবেশ করল এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘হয়ত পার্শ্ববর্তী দেশের সীমানা দিয়ে প্রবেশ করেছে। তবে সবকিছু জানতে তদন্ত চলছে।’

spot_img
spot_img

এই বিভাগের

spot_img