শনিবার | ১ নভেম্বর | ২০২৫

সমকামীদের পাথর মারা উচিত: আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট

আফ্রিকার দেশগুলোতে দিন দিন সমকামিতার বিরুদ্ধে আওয়াজ জোরদার হচ্ছে। এবার সমকামিতাকে একটি অভিশাপ বলে উল্লেখ করে সমকামীদের পাথর মারা উচিৎ বলে মন্তব্য করেছেন আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্তে এনদাইশিমিয়ে।

রবিবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “সমকামিতা পশ্চিমা বিশ্ব থেকে আমদানি করা একটি বিষয়। সমকামিতার বিষয়বস্তুকে উৎসাহিত করার অর্থ হলো এই দেশে অভিশাপ ডেকে আনা।”

তিনি আরো বলেন, “আমি মনে করি এই ধরনের মানুষদের আমার দেশে পাওয়া গেলে তাদেরকে স্টেডিয়ামে এনে পাথর মারা উচিত। এদেরকে পাথর মারলে কোন পাপ হবে না।”

প্রসঙ্গত, বুরুন্ডিতে আগে থেকে সমকামিতা একটি নিষিদ্ধ ঘোষিত অপরাধ। এই ধরনের অপরাধের জন্য দুই বছরের কারাদণ্ড দেওয়ার নিয়ম রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সমকামিতা সম্পর্কিত কিছু অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে নতুন আইন প্রণয়ন করেছে আফ্রিকার অন্যতম দেশ উগান্ডা।

সূত্র: রয়টার্স

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img