শুক্রবার, মে ৯, ২০২৫

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নতুন সভাপতি হিসেবে মোশাররফ হুসাইন নির্বাচিত

spot_imgspot_img

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সংগঠনটির নতুন সভাপতি হিসেবে মোশাররফ হুসাইনকে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে তাকে নির্বাচিত করা হয়।

নির্বাচিত নতুন সভাপতি মোশাররফ হুসাইন লাবীবকে শপথ পাঠ করান খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদ সদস্য ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

এসময় বিদায়ী অভিব্যক্তি বর্ণনা করেন সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন।। অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন সমাপ্তকারী ৪ জনকে নেযামুল আ’মাল প্রদানের মাধ্যমে যুব মজলিসে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ, সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আল আবিদ শাকির প্রমুখ।

এর পূর্বে ২০২১-২২ সেশনের সভাপতি পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হন মোল্লা খালিদ সাইফুল্লাহ ও মাহমুদুল হাসান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img