বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ভূমিকম্পে তুরষ্কের খাদ্য উৎপাদনের ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘ

কৃষি অর্থনীতির দিক থেকে শীর্ষ ১০টি দেশের মধ্যে রয়েছে তুরস্ক। দেশটিতে জনসংখ্যার এক চতুর্থাংশ কৃষি কাজে নিয়োজিত। তবে গত ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে কৃষি উৎপাদনের ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শনিবার (১ এপ্রিল) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “গত ফেব্রুয়ারিতে কৃষি প্রধান ১১ টি প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। যার ফলে দেশের মোট খাদ্য উৎপাদনের ২০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব বিষয়ের মধ্যে রয়েছে ফসল, পশু সম্পদ, মৎস্য ও কৃষি সংলগ্ন অবকাঠামো। যা প্রায় এসব অঞ্চলের ১৬ মিলিয়ন জনগণকে প্রভাবিত করেছে।”

এফএও ধারণা করছে ভূমিকম্পে তুরষ্কের কৃষি খাতে প্রায় ৫.১ বিলিয়ন মার্কিন ডলার অর্থের ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনা আরো বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলের এক-তৃতীয়াংশ জনগণই কৃষক।

উল্লেখ্য; ২০২২ সালের তথ্য অনুযায়ী কৃষি থেকে তুরস্কের রাজস্ব আয় প্রায় ৫১.৭ বিলিয়ন ডলার। তুরস্কের প্রায় ২০ মিলিয়ন হেক্টর চাষ উপযোগী জমি রয়েছে অর্থাৎ ২৫ শতাংশ অঞ্চল কৃষি কার্যক্রমের উপযুক্ত।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ