বুধবার | ১৭ ডিসেম্বর | ২০২৫

কাতারে চলছে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ; ভোট দিচ্ছেন প্রবাসী তুর্কীরা

তুরস্কের নির্বাচন উপলক্ষে ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে কাতারে। রবিবার থেকে আরব দেশটির তুর্কি দূতাবাসে ভোট গ্রহণ শুরু হয়।

তুর্কি দূতাবাসের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ১০ হাজার ৮৬৮ জন তুর্কি নাগরিক কাতারে থেকে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে নিজেদের ভোট প্রদানের জন্য নিবন্ধিত হয়েছেন। আগামী ৭ মে পর্যন্ত তারা দূতাবাসে তাদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট প্রদান করতে পারবেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী তুর্কিদের ভোটগ্রহণের মাধ্যমে ইতিমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে।

এছাড়া তুরস্কের স্থল সীমান্ত ও বিমানবন্দরের পাশাপাশি জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডস, বুলগেরিয়া ও গ্রিসে রাখা হয়েছে ভোট প্রদানের ব্যবস্থা।

দেশটির সর্বোচ্চ নির্বাচনী সংস্থা সুপ্রিম ইলেকশন কমিটি দেশটির সীমান্ত, বিমানবন্দর ও নির্ধারিত দেশগুলোর তুর্কি দূতাবাসে ভোটগ্রহণের ব্যবস্থা করে।

সুপ্রিম ইলেকশন কমিটির তথ্যমতে, প্রবাসী তুর্কিরা ১৪ মে’র মূল নির্বাচনী দিবস পর্যন্ত যেকোনো সময় তাদের নিকটস্থ নির্ধারিত ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে পারবেন। তবে ডেনমার্কে থাকা প্রবাসী তুর্কিদের জন্য দূতাবাসে গিয়ে ভোট প্রদানের সুবিধা থাকবে ৯ মে পর্যন্ত।

জানা যায়, প্রবাসী তুর্কি ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি জার্মানিতে। মোট ১৫ লক্ষ ১হাজার ১শ ৫২ জন। তারপর ফ্রান্সে ৩ লক্ষ ৯৭ হাজার ৮৬ জন আর নেদারল্যান্ডসে ২লক্ষ ৮৬ হাজার ৭শ ৫৩জন।

এজন্য জার্মানির মোট ১৬ টি, ফ্রান্সের ৬টি ও নেদারল্যান্ডসের ২টি শহরে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img