ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের মবের শিকার হয়েছেন এক মুসলিম যুবক।
মঙ্গলবার (১ জুলাই) মুসলিম মিররের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ডের হরিদুয়ারে মুঈব নামের ২২ বছর বয়সী এক মুসলিম যুবক উগ্র হিন্দুত্ববাদীদের মবের শিকার হয়েছেন। গত ২৬ জুন নগরীর গুরুকুল কাংগড়ি বিশ্ববিদ্যালয়ের নিকটে ১০ জন উগ্র হিন্দুত্ববাদীর একটি দল তার উপর হামলে পড়ে এবং নির্মমভাবে আহত করে।।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুঈবকে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে আক্রমণ করা হয়। লাঠি দিয়ে তাকে নির্মমভাবে পিটানো হয় এবং আধমরা অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া হয়।
তাকে উদ্ধার করা পথচারীরা জানান, তারা তাকে আধমরা অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। জীবিত আছেন বুঝতে পেরে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থা দেখে তার পরিবার তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালটির দৈনিক চিকিৎসা ব্যয় বহনযোগ্য না হওয়ায় পরবর্তীতে তাকে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মুসলিম যুবকটির পরিবার স্থানীয় সমাজকর্মীদের সহায়তায় কানখাল থানায় হিন্দুত্ববাদী মবের ব্যাপারে একটি এফআইআর করে। অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা করে। এতে পবন নামের এক ব্যক্তিকে আটকও করা হয়। কিন্তু পরবর্তীতে আবার ছেড়েও দেওয়া হয়। এমন উগ্র হিন্দুত্ববাদী নৃশংসতার মামলায় তাই এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। হামলায় জড়িতদের কেউই এখনো গ্রেপ্তার হয়নি।
স্থানীয় সমাজকর্মীরা এই হামলার নিন্দা জানিয়ে বলেন, কর্তৃপক্ষ এই ধরণের হামলার শিকার হওয়া ব্যক্তিদের ন্যায়বিচার প্রদানে ব্যর্থ হচ্ছে। তারা অভিযুক্তদের অবিলম্বে আইনের আওতায় আনার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন।