ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দেওয়া যুদ্ধবিরতি চুক্তি না মানলে গাজ্জা উপত্যকাকে একেবারে ধুলির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসরাইলি সরকার।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিনভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
ইসরাইলের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, আমরা রাফাহতে যা করেছি, গাজ্জা শহর এবং মধ্য শিবিরগুলোর ক্ষেত্রেও তাই করব। সবকিছু ধুলায় পরিণত হবে।
এই হুমকি এমন সময়ে এলো যখন ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইল প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে এবং হামাসকে এই শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প বলেন, গাজ্জায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তগুলোতে ইসরাইল সম্মত হয়েছে, এই সময়ে আমরা সব পক্ষের সঙ্গে মিলে যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করব।
তিনি আরও বলেন, শান্তি আনার জন্য কঠোর পরিশ্রম করা কাতার ও মিসরের মধ্যস্থতায় চূড়ান্ত প্রস্তাবটি দেওয়া হবে। আমি আশা করি, মধ্যপ্রাচ্যের স্বার্থে হামাস এই প্রস্তাব গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো প্রস্তাব আর আসবে না—পরিস্থিতি কেবল আরও খারাপ হবে।