বৃহস্পতিবার | ৩ জুলাই | ২০২৫

শ্রম ও ভিক্ষাবৃত্তিতে লিপ্ত শতাধিক পথশিশুকে স্কুলে ভর্তি করাল আফগান সরকার

spot_imgspot_img

শ্রম ও ভিক্ষাবৃত্তিতে লিপ্ত শত শত শিশুকে স্কুলে ভর্তি করিয়েছে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার সরকার।

বুধবার (২ জুলাই) নাঙ্গারহারের প্রাদেশিক শ্রম ও সমাজকল্যাণ বিভাগের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইমারাতে সরকারের শ্রম ও সমাজকল্যাণ বিভাগ জালালাবাদে শ্রম ও ভিক্ষাবৃত্তিতে লিপ্ত শত শত শিশুকে উদ্ধার করে স্কুলে ভর্তি করিয়েছে।

দপ্তরের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, তারা জালালাবাদের রাস্তা থেকে ৪৫০ জন শিশুকে উদ্ধার করেছেন, যাদের সকলে ভিক্ষাবৃত্তি, আবর্জনা সংগ্রহ ও অন্যান্য কঠিন পরিশ্রমে যুক্ত ছিলো। তাদেরকে ইমারাত সরকারের ৬ মাস মেয়াদি পথশিশু বিষয়ক কর্মসূচীর আওতায় শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় স্কুলে ভর্তি করেছে। সরকারের ‘সহায়তা ও রূপান্তর কর্মসূচীর’ অধীনে ৬ মাস পর্যন্ত তারা সরকারের তত্বাবধানে থাকবে। প্রয়োজনীয় শিক্ষা ও সহায়তা পাবে।

এই প্রসঙ্গে তিনি বলেন, “এই শিশুরা যারা একসময় রাস্তায় রাস্তায় কঠোর পরিশ্রম ও পরিবেশ সহ্য করতো, সরকারের ৬ মাস মেয়াদি ‘সহায়তা ও রূপান্তর কর্মসূচীর’ আওতায় এখন একটি উজ্জ্বল ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের দিকে কদম ফেলছে। স্কুল থেকে ঝড়ে না পড়তে এই কর্মসূচির আওতায় প্রতিটি শিশু প্রতি মাসে ১,২৭০ আফগানি ভাতা পাবে।”

তিনি আরো বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো শিশুশ্রম ও শোষণ রোধ করা। শিক্ষার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও উৎপাদনশীল প্রজন্ম গড়ে তোলা। তাদের শিক্ষার্জনের সুযোগ করে দেওয়া।

সূত্র: বাখতার

সর্বশেষ

spot_img
spot_img
spot_img