বৃহস্পতিবার | ৩ জুলাই | ২০২৫

ভারতের মহারাষ্ট্রে স্কুলে হিন্দি ভাষা বাধ্যতামূলক করায় মারাঠাদের বিক্ষোভ

spot_imgspot_img

মহারাষ্ট্রে সরকারি স্কুলে হিন্দি ভাষা বাধ্যতামূলক করায় ভারতীয় রাজ্যটির হিন্দুত্ববাদী মারাঠারা বিক্ষোভ করেছে।

বুধবার (২ জুলাই) মুসলিম মিররের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজ্য সরকার স্কুলে হিন্দি ভাষা বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়ায় মহারাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন শিবসেনা (ইউবিটি), মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) ও রাজনৈতিক দল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) এর উদ্যোগে বিক্ষোভ সংঘটিত হয়।

জলগাঁওয়ের কোর্ট চৌকে জড়ো হয়ে মারাঠি ভাষাভাষী শ্রমিকরা সরকারের সাধারণ প্রস্তাবের (জিআর) কপি পুড়িয়ে স্লোগান দেয়।

স্থানীয় হিন্দুত্ববাদী মারাঠা নেতাদের মধ্যে, শিবসেনার উপ-নেতা গুলাব রাও-ও বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, “সরকারের মহারাষ্ট্রের ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধি ভুলে যাওয়া উচিত নয়। আমরা মারাঠি ভাষা রক্ষার জন্য লড়াই করবো।”

উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন শিবসেনা নাগপুরের রেশম বাগ চৌকে আরেকটি বিক্ষোভের আয়োজন করে এবং একইভাবে জিআর কপি পুড়িয়ে দেয়।

নান্দেদেতে শ্রমিকরা, সরকার মারাঠি ভাষাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে উল্লেখ করে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে। তাদের দাবী আমলে না নেওয়া হলে বিক্ষোভ আরো বাড়বে বলে সরকারকে সতর্ক করে।

রাজ্যের বিরোধী দলগুলোও এই নিয়ম প্রত্যাহারের দাবী জানিয়েছে। এর পক্ষে অবস্থান নেওয়ার কারণ স্বরূপ জানায়, সরকারের আইনটি অন্যায্য এবং মারাঠাদের আঞ্চলিক গর্বকে আঘাত করে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img