গাজ্জায় ফিলিস্তিনিদের তীব্র প্রতিরোধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১৯ বছর বয়সী এক সেনা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (০২ জুলাই) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজ্জায় যুদ্ধকালে এক সেনা নিহত হয়েছেন। নিহত সৈনিকের নাম সার্জেন্ট ইয়ানিভ মিখালোভিচ। ১৯ বছর বয়সের এ সেনা রেহোভোটের বাসিন্দা এবং ৭ম আর্মার্ড ব্রিগেডের ৮২তম ব্যাটালিয়নের ট্যাঙ্ক ক্রু সদস্য ছিলেন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মতে, মিখালোভিচ গাজার উত্তরাঞ্চলে যুদ্ধের সময় নিহত হন। একই ঘটনায় একজন ট্যাঙ্ক কমান্ডার এবং একই ব্যাটালিয়নের আরেকজন সৈনিক গুরুতর আহত হন।
প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজায় একটি পৃথক সংঘর্ষে কমান্ডো ব্রিগেডের এগোজ ইউনিটের এক সৈনিকও গুরুতর আহত হন। ইসরাইল জানায়, আহত সকল সৈনিকদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।









