মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

তালেবানের হামলায় মার্কিনপন্থি আফগান বাহিনীর ১০ সদস্য নিহত

spot_imgspot_img

আফগানিস্তানের নানগারহার প্রদেশে তালেবানের হামলায় মার্কিনপন্থি আফগান বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছে।

আজ সোমবার হামলায় এ হতাহতের খবর জানা যায়।

মার্কিনপন্থি আফগান বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের কান্দাহার, হেরাত ও লস্করগাহে তীব্র লড়াইয়ের পর এবার নানগারহার প্রদেশে হামলার খবর এলো।

তালেবান নানগারহার প্রদেশে হামলা চালিয়ে ১০ মার্কিনপন্থি আফগান বাহিনীর সেনা ও পুলিশকে হত্যা করেছে।

উৎস, আলজাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img