শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

মাওলানা মাসউদ আহমাদের ইন্তেকালে জমিয়তের শোক

জামিয়া দ্বীনিয়া মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজার জেলা সভাপতি এবং আল্লামা শাহ আহমদ শফী রহ. -এর খলিফা মাওলানা মাসউদ আহমাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম-এর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টায় সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মাওলানা মাসউদ আহমাদের ইন্তেকালে এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আহমদ দয়ামিরী, সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী, যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমেদ প্রমুখ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মাসউদ আহমদ সাংগঠনিক কাজে হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর পাশাপাশি বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সাথেও সম্পৃক্ত ছিলেন। বিশেষকরে জমিয়তের কার্যক্রমে তাঁর অনেক অবদান আছে যা কখনও ভুলে যাওয়ার নয়।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img