মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

আবারও যৌথ মহড়া শুরু করেছে তুরস্ক ও আজারবাইজান

spot_imgspot_img

তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে আজারবাইজান। আজারবাইজানের বাকুতে এই মহড়া চলছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত মহড়া চলবে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাকুতে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং এতে দুই দেশের সামরিক বাহিনী ও সমরাস্ত্র ব্যবহার করা হবে।

দুই দেশের সামরিক বাহিনীর প্রস্তুতি জোরদারের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুরস্ক ও আজারবাইজানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বে আজারবাইজান হচ্ছে তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানিকারক দ্বিতীয় বৃহত্তম দেশ।

এর আগেও এই দুই দেশ বহুবার যৌথ সামরিক মহড়া চালিয়েছে। কারাবাখ ইস্যুতে আজারবাইজানকে সর্বাত্মক সমর্থন জানিয়েছিল তুরস্ক।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img