সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

তালেবানের সহযোগিতায় টিটিপির সাথে সমঝোতায় যাচ্ছে ইমরান খান; ২০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে ২০ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা করেছে। শুক্রবার এক অডিও বার্তায় টিটিপির একাংশের নেতা সাদ্দার হায়াত এই ঘোষণা দেন।

এর আগে শুক্রবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের কাছে এক সাক্ষাৎকারে টিটিপিকে অস্ত্র সমর্পণ করার আহ্বান করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। এর কয়েক ঘণ্টা পরেই টিটিপির পক্ষ থেকে এই ঘোষণা এলো।

আফগানিস্তানে চলমান এই আলোচনায় আফগান তালেবানও সহযোগিতা করছে বলে জানান ইমরান খান।

টিটিপির প্রধান দুই গ্রুপের একটি, হাফিজ গুল বাহাদুর গ্রুপের নেতা সাদ্দার হায়াত তার দলীয় যোদ্ধাদের নির্দেশ দিয়ে এক অডিও বার্তায় বলেন, আগামী ২০ অক্টোবর পর্যন্ত যেনো তারা সরকারি বাহিনীর সাথে বিশেষ করে উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় সবধরনের সংঘর্ষে যাওয়া থেকে বিরত থাকেন।

অডিও বার্তায় বলা হয়, গোত্রীয় মুরব্বিরা সরকারের সাথে আপোসরফার জন্য চেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে সব সামরিক অধিনায়ককে তাদের যোদ্ধাদেরসহ যার যার অবস্থানে থাকার নির্দেশ দেয়া হবে। একইসাথে পরবর্তী আদেশ দেয়া না পর্যন্ত যে কোনো প্রকার অভিযান চালাতে নিষেধ করা হয়।

এদিকে অপর প্রধান, হাকিমুল্লাহ মেহসুদ গ্রুপ জানিয়েছে তারা কোনো প্রকার যুদ্ধবিরতির ঘোষণা করেনি। টিটিপি সদস্যদের তারা পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখেন।

শুক্রবার টিআরটি ওয়ার্ল্ডের সাথে সাক্ষাৎকারে ইমরান খান বলেন, শান্তি প্রতিষ্ঠা ও বিরোধ মীমাংসার জন্য টিটিপির সাথে তার সরকার আলোচনা করছে।

তিনি বলেন, শান্তির জন্য টিটিপির কিছু গ্রুপ প্রকৃতপক্ষেই সরকারের সাথে আলোচন করতে চাইছে। পাকিস্তান সরকারও তাদের সাথে আলোচনা করছে।

সাক্ষাৎকারে টিটিপি সদস্যদের অস্ত্র সমর্পণ করে দেশের সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপনের আহ্বান জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকারে ইমরান খান আরো বলেন, ‘সামরিক সমাধানে আমি বিশ্বাস করি না। আমি সামরিক সমাধানের বিরোধী। আমি সবসময়ই বিশ্বাস করি রাজনৈতিক সংলাপের গুরুত্ব আরো অধিক যা আফগানিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য ছিলো।’

এর আগেও ২০০৭ সালে টিটিপির সাথে শান্তি আলোচনা হলেও দুই পক্ষ কোনো সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img

এই বিভাগের

spot_img