মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

এক স্বামীর ঘর করতে পারি নাই, আরেক স্বামীর ঘরও করতে পারছি না: ফজলুর রহমান

বিএনপি থেকে পদ স্থগিত হওয়া ফজলুর রহমান বলেছেন, আমি রাজনীতিই ছেড়ে দিতাম। আমার শুধু একটা দোষ আছে, আমি আওয়ামী লীগ ছেড়ে এসেছি। মানুষ বলে, এক স্বামীর ঘর করতে পারি নাই, আরেক স্বামীর ঘরও করতে পারতেছি না।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান আরও বলেন, বিএনপি আমার সঙ্গে অবিচার করেছে, আমাকে তারা বলেনি যে, আমি কী অপরাধ করেছি। আমি মানুষ, ১০০ কথা বললে আমার দু’টা কথা ভুল হতে পারে। যদি কোনো ভুল করে থাকি, আমাকে জানানো হোক, আমি ক্ষমা চাইব।

তিনি বলেন, আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান, এখন কোনো দলের না। যদি বিএনপিতে রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু থাকে, তবে আমাকে আবার দলে নেওয়া উচিত। আমি মানুষ, আমার ভুল হতে পারে। কিন্তু দল আমার পদ কেন স্থগিত করেছে, তা আজও জানি না। বলা হয়েছে আমি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি। অথচ আমি যদি এত কুরুচিপূর্ণ বক্তব্য দিতাম, আমাকে টেলিভিশনে ডাকত না। দল যদি আমাকে ফেরত নেয়, আমি দলকে জিজ্ঞেস করব, কোন কুরুচিপূর্ণ কথা বলেছি আমি।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img