বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

ইথিওপিয়ায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা

ইথিওপিয়ার মন্ত্রিসভা দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানিয়েছে কেবিনেট সদস্যবৃন্দ।

মঙ্গলবার (২ অক্টোবর) ইথিয়োপিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এমন খবর প্রচারিত হয়েছে।

উত্তরাঞ্চলীয় টাইগ্রে এলাকার বিদ্রোহীদের সঙ্গে গত এক বছর ধরে লড়াই করছে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের বাহিনী।

সম্প্রতি বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমফারা অঞ্চলের দেসি এবং কোমবোলচা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারা আরও দক্ষিণে রাজধানী আদ্দিস আবাবা অভিমুখে অগ্রসর হতে পারে। সরকার বলছে সেনাবাহিনী এখনও নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য লড়াই করছে।

জরুরি অবস্থা ঘোষণার আগে আদ্দিস আবাবার কর্তৃপক্ষ বাসিন্দাদের আগামী দুই দিনের মধ্যে নিজেদের অস্ত্র প্রস্তুত রাখার এবং শহরটি রক্ষায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রা প্রতিহত করতে জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। সোমবার এক ফেসবুক পোস্টে এই আহ্বান জানান শান্তিতে নোবেল পুরস্কার জয়ী এই প্রধানমন্ত্রী।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ